
চলমান মাদকবিরোধী অভিযান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি যখন ধরি, ভালো করেই ধরি। মাদকের কোনো গডফাদারই ছাড় পাবে না। সে যে বাহিনীরই হোক না কেন।’ তিনি বলেন, ‘বন্দুকযুদ্ধে নিরীহরা মরছে না। দীর্ঘদিন থেকে নজরে রাখা হয়েছে মাদক পাচার ও চোরাকারবারের সঙ্গে জড়িতের। মূলত তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’
মানবাধিকারকর্মীদের অব্যাহত সমালোচনার মধ্যেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। চলমান অভিযানে নিহতের ঘটনাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি। মাদক নির্মূল অভিযানে নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যাওয়ার পর এ বিষয়ে উদ্বেগ জানায় যুক্তরাষ্ট্র। বুধবার দুপুরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে মাদক নির্মূল অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় তাদের উদ্বেগ জানান।
বুধবার বিকালে প্রধানমন্ত্রী গণভবনে সংবাদ সম্মেলনে এলে সাংবাদিকরা এ অভিযান নিয়ে তাকে প্রশ্ন করেন। শেখ হাসিনা বলেন, ‘মাদক সমাজে একটা ব্যাধির মতন। আপনারাই পত্র-পত্রিকায় লিখেছেন মাদকের বিরুদ্ধে। আবার আজকে যখন অভিযান চলছে তখন কোনটা কীভাবে কী হচ্ছে সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার শুরু করেছেন। কোনটা চান অভিযান চলুক, না কি বন্ধ হয়ে যাক?’