
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট সদর উপজেলা কমিটির উদ্যোগে পরিচিতি সভা সিলেটের জিন্দাবাজারস্থ অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জানুয়ারি) আক্তার হোসেনের সভাপতিত্বে ও জাকারিয়া আহমেদের সঞ্চালনায় উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের এডিশনাল পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের যুগ্ম-মহাসচিব মনোরঞ্জন তালুকদার, সিলেট মহানগর জাতীয় শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব খালেদ হোসেন, বিএমবিএফ এর সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মির্জা রেজুয়ান বেগ।
উপস্থিত ছিলেন, শিক্ষিকা ও সমাজকর্মী রুনা সুলতানা, সিলেট মহানগর তাঁতি লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন চৌধুরী, বিএমবিএফ এর সিলেট সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এস এ মিঠু, বিএমবিএফের সিলেট জেলা শাখার সভাপতি আশরাফুল, বিএমবিএফ এর সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রাব্বানী ও সাংবাদিক খালেদ মিয়া।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট সদর উপজেলার সহ-সভাপতি তোফায়েল আহমেদ, আশীষ দাশ যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ মাছুম, আসাদুজ্জামান টিটু, ইকবাল হোসেন, খোশলুল আবেদীন সহ-সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ, অর্থ-সম্পাদক হাসান চৌধুরী, প্রচার সম্পাদক আলীনূর রশিদ, এহসানুল হক সজীব, প্রমুখ।
এসময় বক্তারা বলেন, করোনা মহামারী মোকাবেলায় জাতি, ধর্ম, বর্ন, বয়স, নারী পুরুষ, দেশের সব মানুষের জন্য সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে।